ফেডিভারসে গ্রুপ খুলে আড্ডা: তৃতীয় এবং অন্তিম পর্ব @bengali_convo @bengali_convo
গত দু’তিনদিন ধরে ফেডিভারসে গ্রুপ নিয়ে বিস্তর ঘাঁটাঘাঁটি করে প্রচুর অভিজ্ঞতার পর যা বুঝলাম: ১) গাপপি আর chirp.social এই দুটোই, সাধারণ মানুষ গ্রুপ বলতে যা বোঝে, তাই | মানে, আপনি যে কোন সারভার থেকে এই হয় গাপপি না হলে chirp.social কে পোস্টে রেখে পোস্ট করলে, আর যারা যারা এদের ফলো করে, তাদের সকলের কাছে কোন না কোন সময় পোস্ট বা স্ট্যাটাস আপডেট আসবে | ২) এদের পছন্দ না হলে, আপনি স্রেফ হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। যেমন ধরুন #বাংলা_আড্ডা, বা #Bengali, তাতেও দিব্য গ্রুপের মত করে আলাপ আলোচনা চালিয়ে যাওয়া যাবে, তবে সবাইকে এক রকমের হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে (সেটা একটা সমস্যা তো বটেই ) | ৩) এর পর এক ঝাঁক অ্যাপ রয়েছে যেমন #Lemmy এবং #/kbin এই দুটোর মধ্যে আমার মনে হয়, কেবিন টা অপেক্ষাকৃত ভাল। কেবিনে আপনি magazine ফিচার ব্যবহার করে সেখানে নতুন ম্যাগাজিন তৈরী করতে পারেন, এবং সেই ম্যাগাজিনের অ্যাড্রেস সবাইকে দিতে পারেন। যেমন @bengali_dialogues এটাও একটা গ্রুপ | আপনি আপনার সার্চ বাক্সয় @[email protected]
এই দিয়ে সার্চ করে যে একাউন্টটি আসবে তাকে “ফলো” করুন | এই হচ্ছে এর URL
https://kbin.social/m/bengali_dialogues
আপনার kbin.social
এ একাউন্ট না থাকলে তাকে এই সাইটে গিয়ে যদি সাবস্ক্রাইব করার চেষ্টা করেন, আপনাকে একাউন্ট খুলতে হবে। একাউন্ট না থাকলে আপনি গ্রুপটিতে পোস্ট করতে পারবেন, কিন্তু আর যারা যারা এই গ্রুপের সদস্য তাদের লেখা পড়তে গেলে kbin.social এ একাউন্ট খুলতে হবে, এবং সেই একাউন্ট থেকে গ্রুপের কাজকর্ম করতে পারবেন। আমার মনে হয়, এটা ঠিক “গ্রুপ/ফোরাম” বলতে আমরা সচরাচর যা বুঝি, সেই কাজটা হচ্ছে না।
৪) এই যে ইনস্ট্যানস বা সারভারে গ্রুপ, তার বেশ ভাল উদাহরণ Friendica সফটওয্যারের গ্রুপ ফিচার। কিন্তু সমস্যা ওই এক, আপনাকে গ্রুপের সব ফিচার পেতে গেলে হয় সারভারে একাউন্ট খুলতে হবে, না হলে যিনি গ্রুপটির সঞ্চালক, তাঁকে ফলো করতে হবে (তাতেও যে পুরো কাজ হবে তা নয) | Friendica App এর বেশ ভাল একটা সারভার venera.social, সেখানে বাংলা আলোচনার গ্রুপ
https://venera.social/network/group/3364
যেহেতু আমি এই একাউন্টটা খুলেছি, আপনি যদি আমাকে @arinbasu ফলো করেন, আর আমি যদি আপনাকে গ্রুপটায় যোগ করে নিই, তাহলে আমার তরফে গ্রুপের লেখাগুলো আপনার কাছে আসবে, আর আপনার লেখাগুলো আমার কাছে। এটা হয়ত আমার কাছে গ্রুপ, বা আপনার ভেনেরা সোস্যালে একাউন্ট থাকলে গ্রুপের ব্যাপারটা সহজ হবে, কিন্তু এই ঠিক সেই অর্থে গ্রুপ কিনা আমার মনে হয় না।
কাজেই গ্রুপ করে আড্ডা দিতে গেলে আপাতত গাপপি আর chirp.social ছাড়া আক বিশেষ গতি নেই মনে হচ্ছে।